ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। আহতরা হলেন—বিল্লাল হোসেনের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক, যার পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হলে তাকে দেখতে পরিবারসহ অটোরিকশায় যাচ্ছিলেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী। পথে আনারপুরা ইউটার্নে পৌঁছালে মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এসময়...