ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ অক্টোবর) বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন—বাঞ্ছারামপুরের কান্দাপাড়ার আবুল হোসেন ওরফে মেহেদী (২৫) ও মো. সোহান (২৫), উজানচর রিফিউজি পাড়ার আদিল মিয়া, জগন্নাথপুর উত্তরপাড়ার মো. রাসেল (৩৭), এবং কুমিল্লার মুরাদনগরের ফারুক মুন্সি (৩৪)। এসময় তাদের হেফাজত থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারাল ছোরা জব্দ করা হয়। পুলিশ জানায়, ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...