১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “যারা গত ১৫ বছর কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন-গুমের রাজনীতি করেছে—ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেমিক চায় না। ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়, লুটপাট ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়ে তোলে।” সোমবার (১৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে। ছাত্রশিবির তরুণদের সেই স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং তা বাস্তবে রূপ দিতে পথনির্দেশনা দেয়।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন,...