১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম সারা দেশের ন্যায় রাঙামাটি সদর উপজেলায়ও শুরু হয়েছে “সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)” এর আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় রাঙামাটি সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ১৬৪টি স্কুলে ১৪৪টি টিকাদান কেন্দ্র এবং পৌর এলাকায় ৭২টি স্কুলে ৪০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্য চিং সাগর। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ থেকে...