দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে ভিসা বন্ড (জামানত) বাধ্যতামূলক করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির পাল্টা প্রতিক্রিয়া। রোববার (১২ অক্টোবর) রাজধানী বামাকো থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মালির নাগরিকদের ব্যবসা ও পর্যটন ভিসার ক্ষেত্রে ৫ হাজার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার যে শর্ত আরোপ করেছে, মালি একই নিয়ম আমেরিকান নাগরিকদের জন্যও প্রযোজ্য করবে। মালি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন নিয়ম ২০০৫ সালে স্বাক্ষরিত দুই দেশের দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির সরাসরি লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, “আমরা সবসময় অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা করেছি, কিন্তু যুক্তরাষ্ট্রের পদক্ষেপ একতরফা এবং অসম।” ‘পারস্পরিকতার নীতি’ অনুসারে, এখন থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদেরও মালিতে প্রবেশের সময় বন্ড জমা দিতে হবে।...