১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ভণ্ডামির অভিযোগে করেছেন। মুফতির অভিযোগ—দেশের অভ্যন্তরে মুসলমানদের বারবার টার্গেট করলেও, একই সরকার এখন জিহাদপন্থী তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে, যা ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক ও ভণ্ডামির প্রকাশ। ঘটনাটি শুরু হয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির চলমান ভারত সফরকে ঘিরে। ছয় দিনের সফরে তিনি নয়াদিল্লিতে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে। এই সফরের উদ্দেশ্য—আফগানিস্তান ও ভারতের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা ও পুনর্গঠনমূলক সহযোগিতা জোরদার করা। কিন্তু এই সফরের মাঝেই মেহবুবা মুফতি প্রশ্ন...