গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের ২০ জনকে মুক্তি দিল হামাস। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কাছে তাদের হস্তান্তর করা হয়। ইসরায়েলি বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মিদের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। নির্ধারিত সময় দুপুর ১২টার আগেই ২০ জিম্মির সবাইকে মুক্তি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চুক্তির অংশ হিসেবে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের অপেক্ষায় স্বজনেরা। জর্ডানের আম্মান থেকে আল-জাজিরা প্রতিবেদক...