ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বোল্ড কনটেন্টের ওয়েব সিরিজও দর্শকের নজর কাড়ছে। এরমধ্যেই প্রাইমশটের নতুন ওয়েব সিরিজ “সন্তুষ্টি” নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করছেন আয়েশা কাপুর, যেখানে হট ও ইন্টেন্স সিনের সঙ্গে ভরপুর কিছু মুহূর্ত দেখা যাবে। গল্পের কেন্দ্রবিন্দু হলো এক যুবক, যিনি বিবাহের আগে নিজের প্রাপ্যতা ও আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছেন। সে অনলাইনে এক মেয়ের সঙ্গে পরিচয় গড়ে তোলে এবং...