মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কখনো গাজায় যাননি, তবুও অঞ্চলটি সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। এমনকি সুযোগ পেলে সেখানে যেতে চান বলেও মন্তব্য করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি গাজায় যেতে পারলে গর্বিত বোধ করব। জায়গাটা আমি ভালোভাবেই চিনি, যদিও কখনো যাইনি। অন্তত একবার সেখানে পা রাখতে চাই।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আগামী কয়েক দশকে এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন ঘটবে—একটা অলৌকিক পরিবর্তন। তবে সেটি দ্রুত ঘটানো যাবে না, ধীরে ও সঠিক পথে অগ্রসর হতে হবে।” একই আলোচনায় ট্রাম্প দাবি করেন, ফিলিস্তিনি সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই পুনরায় অস্ত্র হাতে নিয়েছে। তাঁর ভাষায়, “গাজার আইনশৃঙ্খলা বজায় রাখতে হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার...