১. মৃত্যুর সময় কালেমা পাঠ করানবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, তিনি জান্নাতে প্রবেশ করবেন। (আবু দাউদ : ৩১১৬)২. মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়াইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘেমে যায়, তবে বুঝবে তার মৃত্যু খুবই সুন্দর। উল্লেখ্য, কারও যদি কপাল না ঘামে, তবে তাকে জাহান্নামি মনে করা যাবে না। (নাসাঈ : ১৮২৮)৩. জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করানবীজি (সা.) বলেছেন, কোনো মুসলিম যদি বৃহস্পতিবার দিনের সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার দিনের সূর্য ডোবার আগ পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যুবরণ করেন, আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। (তিরমিজি : ১০৭৪)৪. শহীদী মৃত্যুরাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞেসর করেন, ‘তোমরা তোমাদের মধ্যকার কাদেরকে শহীদ বলে গণ্য করো?’ তারা বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর...