আজাদের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা বারবার বলতে থাকে আজাদ দেশে আসলে তাকে হত্যা করা হবে। এরমধ্যে তার দুই ছেলে আচমকা ঘুম থেকে জেগে উঠে এসব দৃশ্য দেখে ভীতসন্ত্রস্ত হয়ে কান্না করলে, তারা বড় ছেলের মাথায় পিস্তল ঠেকিয়ে কোনরকম শব্দ না করার হুমকি দেয়। এমতাবস্থায় বাচ্চাগুলো বাকরুদ্ব হয়ে গেছে, তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। অস্রের মুখে প্রায় ১৫ মিনিট তারা বাসায় তাণ্ডবলীলা চালিয়ে, নগদ প্রায় ২০ লাখ টাকা ও ২০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে বীরদর্পে চলে যায়। সন্ত্রাসীদের অস্রের ভয়ে ভুক্তভোগীরা ডাক চিৎকার করতে পারেনি। সন্ত্রাসীরা লিফটে উঠে যাওয়ার পর সাংবাদিক আজাদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা ডাক চিৎকার দিলে, পাশের ফ্ল্যাট থাকা প্রতিবেশী সাংবাদিক নাজমা সুলতানা সহ অন্যান্যরা ছুটে আসেন। ততক্ষণে সন্ত্রাসীরা চলে যায়। উল্লেখ্য যে, মাদক-সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম ও...