নিজস্ব প্রতিবেদক: গত ৫ কর্মদিবসের ধারাবাহিক পতনের পেছনে বড় বিনিয়োগকারীদের সরাসরি প্রভাব লক্ষ্য করা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পর, কিছু বড় বিনিয়োগকারী শেয়ারের দর প্রভাবিত করার চেষ্টা করেছেন, যার কারণে সূচক হঠাৎ চাপে পড়ে। তবে এই পতনের মধ্যেও সোমবার (১৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে কিছুটা উত্থানের ঝলকানি দেখা গেছে। বিনিয়োগকারীরা গত ৫ কার্যদিবসে সূচক কমে ২৪৫ পয়েন্ট লক্ষ্য করেছেন। একই সময়ে লেনদেন কমে সাড়ে ৭০০ কোটি থেকে ৫০০ কোটির ঘরে নেমেছে এবং বাজার থেকে মূলধন উধাও হয়েছে ১৫ হাজার ৭৩৫ কোটি ৯৪ লাখ টাকা। সোমবার (১৩ অক্টোবর) সূচকে বড় উত্থান দেখা গেলেও, টাকার অংকে লেনদেন কিছুটা কম ছিল। তবুও, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।...