হলিউডের অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক চুকেবুকে যাওয়ার ঘটনা তো পুরনো। এখনকার খবর হল যুক্তরাষ্ট্রের তারকা অভিনেতা ব্র্যাড পিট তার বান্ধবী ইনেস দে র্যামনের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে আছেন। পিপল ডটকম বলছে, ৬২ বছর বয়সী পিট, ৩২ বছর বয়সী র্যামনের সঙ্গে ‘পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন’ এবং সম্প্রতি তারা নতুন একটি বাড়িতে উঠেছেন। এই প্রেমিকযুগলের কাছের একজন পিপলকে বলেছেন, পিট তার সব ভ্রমণ পরিকল্পনায় র্যামনকে যুক্ত করেছেন। তিনি বলেন, “তারা এক সঙ্গে সময় কাটান। নিজেদের বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছেন।" ওই ব্যক্তি আরো বলেন, তারা আগের যে কোনো সময়ের চেয়ে ‘ভালো আছে’। “সম্পর্ক দৃঢ় ও মজবুত। পিট এখন ভালোাসায় পরিপূর্ণ এবং দুজনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।” পিট ও র্যামনের প্রেমের কথা সামনে আসে ২০২২ সালে। তাদের প্রথমবার একসঙ্গে দেখা যায় ২০২৪ সালের...