টাইব্রেকারে ফল এসেছিল ২০২২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের। ১২০ মিনিটের ম্যাচে ৩-৩ সমতায় টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। তিন বছর পর বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বললেন, সেদিন আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালে নাটকীয়তার পর ৩-৩ সমতায় গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে জয় তুলে নেয় মেসির দল। সর্বোচ্চ দিয়ে লড়াই করেও শেষ হাসি হাসতে পারেননি এমবাপ্পেরা। ফ্রান্সের হয়ে একাই তিন গোল করেছিলেন এমবাপ্পে। দুঃখ পেলেও তা ভুলতে চান না তিনি। ২০২২ সালের বিশ্বকাপ হারের দুঃখের ওপর ভর করে ২০২৬ বিশ্বকাপ জয় করতে চান এমবাপ্পে। ‘মুভিস্টার প্লাস’-এ প্রচারিত ‘ইউনিভারসো ভালদানো’ নামের অনুষ্ঠানে জর্জ ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ফরাসি ফরওয়ার্ড। সেখানে ২০২২ সালের বিশ্বকাপের ব্যর্থতার কথা তুলে...