আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির দিকে আবারও সবার নজর থাকবে। ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করছেন, কোহলি এই সিরিজে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করবেন। চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের জার্সিতে ফিরছেন কোহলি, এবং তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ তার জন্য তিনটি বিরল রেকর্ড গড়ার সুযোগ নিয়ে এসেছে। বর্তমানে কোহলির সংগ্রহ ১৪,১৮১ রান। তিনি মাত্র ৫৪ রান করলে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে আসবেন। কোহলির গড় ৫৭-এর বেশি, যা ১০ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।আরও পড়ুনআরও পড়ুনকোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড কোহলির সামনে আরেকটি বড় সুযোগ হলো সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে + টি-টোয়েন্টি) সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তি গড়া। বর্তমানে তার...