সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনসহ আরও অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্তন ক্যান্সার এখন শুধু শহরের নয়, গ্রামাঞ্চলের নারীদেরও এক নীরব হুমকি। সময়মতো পরীক্ষা ও সচেতনতা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে নারীস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এনজিও ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করতে হবে। প্রতিটি ইউনিয়নে নারী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্তন ক্যান্সার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ...