চীনে এখন পাবলিক টয়লেটেও মিলছে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ! দেশটির বড় শহরগুলো—যেমন বেইজিং ও সাংহাইয়ের—শপিং মল ও ব্যস্ত এলাকাগুলোর পাবলিক টয়লেটে বসানো হয়েছে আধুনিক “স্মার্ট ইউরিনাল” বা বুদ্ধিমত্তাসম্পন্ন প্রস্রাব বিশ্লেষক টয়লেট। এই বিশেষ টয়লেটে মাত্র ২০ ইউয়ান (প্রায় কয়েকশো টাকা) পরিশোধ করে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মুহূর্তেই পেয়ে যাচ্ছেন তাদের প্রস্রাবের নমুনা বিশ্লেষণের ফলাফল। এতে রক্ত, প্রোটিন, গ্লুকোজ, ক্রিয়েটিনিন ও ইনফেকশনের মতো স্বাস্থ্য সূচকগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়। উদ্দেশ্য হলো কম খরচে সহজলভ্য স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করা এবং রোগের প্রাথমিক ঝুঁকি দ্রুত শনাক্ত করা। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন—এই মেশিনগুলো এখনো স্বীকৃত চিকিৎসা সরঞ্জাম...