জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার পরই ইসরায়েলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৷ ইতিমধ্যে জীবিত ২০জন জিম্মিরই মুক্তির খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী৷ জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার পরই ইসরায়েলে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৷ ইতিমধ্যে জীবিত ২০ জন জিম্মির মুক্তির খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী৷ এর আগে ইসরায়েলের সংবাদমাধ্যম সব জীবিত জিম্মিকে মুক্তি দেয়ার খবর জানায়৷ এর আগে প্রথম ধাপে মুক্তি পাওয়া সাতজন ইতিমধ্যে ইসরায়েলে প্রবেশ করেন। এ পর্যায়ে সোমবার ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান৷ এ সফরে ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প৷ইসরায়েল আগেই জানিয়েছিল, সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হলে তারা দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিতে প্রস্তুত৷ইসরায়েল সফর শেষে...