‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে’— এখানে দেশের জায়গায় যদি দল ধরি এবং দলটি হয় বাংলাদেশ ক্রিকেট দল, বোধহয় ভুল কিছু হবে না। কবি কুসুমকুমারী দাসের এই লাইনের মতো বাংলাদেশের ক্রিকেটাররাও দিন দিন কাজের চেয়ে কথায় বড় হয়ে উঠছেন। একটু নির্দিষ্ট করে বললে, দলের ব্যাটাররা। একেকজন ভুল করতে সিদ্ধহস্ত। তা শোধরানোর বেলায় লবডঙ্কা। গত কয়েক বছরে বাংলাদেশ দলের কাণ্ডারি মোটামুটি বোলাররাই। এই সময়ে বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে, তার বেশিরভাগ জয়ের কারিগর তারা। যে কয়টি জয় এসেছে, সেগুলোতেও সমর্থকদের বুকের ছটফটানি বাড়িয়ে জিতেছে বাংলাদেশ। প্রশ্ন জাগে, এভাবে আর কত? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ কিংবা তারও আগে থেকে বাংলাদেশ দলের এই ব্যর্থতার মিছিল চলছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—মুখ গোমড়া করে আছে সব পজিশনের ব্যাটারদের ব্যাট।...