গ্রেপ্তার লাভলু খাঁন এবং তার ছেলে রাব্বি খাঁন (ডানে) নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামে বাবলু খাঁন (৬০) ও তার ছেলে সাজ্জাদুল আলম খাঁনকে (৪২) কুপিয়ে জখম করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ হয়। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঠিমারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।আরো পড়ুন:খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহতযশোরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ আহত ৪ গ্রেপ্তারকৃতরা হলেন- রামপুর গ্রামের হাফিজ খানের ছেলে লাভলু খাঁন (৪৭) এবং তার ছেলে রাব্বি খাঁন (২১)। পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১১অক্টোবর) বাবলু খাঁন পারিবারিক কলহের কারণে তার স্ত্রী পপি বেগমকে মারধর করতে যান। এসময় পপি বেগম দৌঁড়ে লাভলু খাঁনের বাড়িতে চলে যান। সেখানে বাবলু খাঁন তার স্ত্রীকে মারধর করতে গেলে লাভলু...