বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘সে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনি প্রচারে তিনি থাকবেন বাংলাদেশে।’ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারাই এখন ‘পিআর পদ্ধতির’ নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমান বলেন, ‘সে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনি প্রচারে তিনি থাকবেন বাংলাদেশে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিশেষ করে বিএনপিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। আওয়ামী লীগের...