বিশেষ প্রতিবেদকঃঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) বাংলাদেশেরতরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদেরসহায়তার জন্য একটিসামাজিক ব্যবসা তহবিলগঠনের আহ্বান জানিয়েছেন। রোববার স্থানীয় সময় ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের এক ইভেন্টের ফাঁকে আইএফএডির প্রেসিডেন্টআলভারো লারিওরসঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। এ সময় মুহাম্মদ ইউনূস বলেন,“আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাই। এমন একটি তহবিল দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ-কৃষক-নারী-মৎস্য খাতের উদ্যোক্তাদের সহায়তা দেবে।” বৈঠকে ইউনূস ও লারিওবাংলাদেশের মৎস্য ও কৃষি খাতেসহযোগিতার নানা কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা। প্রধান উপদেষ্টা আইএফএডি প্রেসিডেন্টকেবাংলাদেশ সফরের আমন্ত্রণজানান এবং তাকেকৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতেযৌথ সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটিবিশেষজ্ঞ...