দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চলছে। এর মধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলি এক যুবকের আত্মহত্যার ঘটনা। দুই বছরের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন চলার পর যখন আন্তর্জাতিক চাপের মুখে দ্বারপ্রান্তে গাজা যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি, তখনই নিজের গায়ে আগুন লাগিয়ে জীবন শেষ করে দিলেন রোই শালেভ (২৮) নামে এক ইসরায়েলি যুবক। শুক্রবার (১০ অক্টোবর) এ কাণ্ড ঘটানোর আগে ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করে যান তিনি। সেখানে তিনি উল্লেখ করে যান দুই বছর আগে ইসরায়েলে হামাসের চালানো এক অতর্কিত হামলায় প্রেমিকাকে হারানোর পর থেকে ভোগ করা চরম মানসিক যন্ত্রণার কথা। খবর দ্য জেরুজালেম পোস্টের। শুক্রবার নেতানিয়ার...