বাংলাদেশের স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের (ডিএল) উদ্যোগে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।আমান উল্লাহ আমান বলেন, একটি দল আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে।তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের পাশাপাশি বিএনপিকে কটাক্ষ করেও নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।...