বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই খেলতে অবস্থান করছে জর্ডানে। মেয়েরা দেশটির আকাবায় রোববার শেষ অনুশীলন সেরেছে। জর্ডানের বিপক্ষে মেয়েরা সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠের লড়াইয়ে নামবে। ভেন্যু আকাবা স্টেডিয়াম। জর্ডানে মেয়েরা বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে...