গাজায় মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলেও বন্দি চিকিৎসকদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় বহু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হলেও শিশুবিশেষজ্ঞ ড. হুসাম আবু সাফিয়া এবং হাসপাতাল পরিচালক ড. মারওয়ান আল-হামস এখনো কারাবন্দি রয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ড. সাফিয়াকে আটক করে ইসরায়েলি সেনারা। ওই সময় তিনি আহত ও অবরুদ্ধ রোগীদের পাশে থাকার চেষ্টা করলে সেনারা তাঁকে মারধর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি ইসরায়েলের berহিংস নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করেছে, সাফিয়া “সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন”, তবে তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। আইনজীবী ঘাইদ ঘানেম কাসেম জানিয়েছেন, তাঁকে ওফার কারাগারে আটক রাখা হয়েছে, যেখানে তাঁর শারীরিক অবস্থা ভয়াবহভাবে অবনতি হয়েছে। জুলাই মাসে মারধরের...