আজকের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে নেলকাটার একটি। আগের দিনে মানুষ নখ কাটতে ব্লেড ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে নিরাপদে নখ কাটার জন্য সবাই নেলকাটারের ব্যবহার করেন। তবে নেলকাটারের ছোট দুটি চাকুর ব্যবহার অনেকেই ঠিকমতো জানেন না। নেলকাটারের এক চাকু সোজা এবং ছুড়ির মতো দেখলেও ধারালো নয়। এর ব্যবহার মূলত নখ সমান করার জন্য। নখ কাটার পরে উপরের অংশ অসমান থাকলে এই চাকু দিয়ে ঘষে নখকে মসৃণ ও সমান করা যায়। অন্য ছোট চাকু, যা...