অফিসের কাজ, অনলাইন ক্লাস কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ল্যাপটপ এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে ব্যবহারকারীদের এক সাধারণ অভিযোগ, খুব দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়। দিনে কয়েকবার চার্জ দিতে দিতে অনেকেই বিরক্ত। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ নিয়ম মেনে চললেই এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ল্যাপটপের স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, ব্যাটারি সেভার মোড চালু করা এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা—এই তিনটি অভ্যাস ব্যাটারির আয়ু বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি, ওয়াই-ফাই ও ব্লুটুথ অপ্রয়োজনীয়ভাবে চালু না রাখা, ব্যাকগ্রাউন্ডে চলা স্বয়ংক্রিয় আপডেট ও সিঙ্ক বন্ধ রাখাও গুরুত্বপূর্ণ। তাঁরা আরও জানিয়েছেন, SSD ড্রাইভ ব্যবহার করলে ব্যাটারির উপর চাপ কমে। চার্জ লেভেল ২০ শতাংশের নিচে নামতে না দেওয়া এবং ৮০ শতাংশের...