ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি ছাড়া তারা সড়ক ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি ঘিরে সোমবার দুপুর থেকে সচিবালয়মুখী রাস্তা ব্যারিকড দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। ফলে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে । সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার দুপুর সোয়া ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চার দফা দাবি জানাচ্ছি৷ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।" ১. অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি দিতে হবে। ২. চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের...