প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচ হারা বাংলাদেশ আজ একাদশে দুটি পরিবর্তন করেছে। এক ম্যাচ পর একাদশে ফের জায়গা পেয়েছেন অলরাউন্ডার রিতু মণি। এদিকে ওপেনিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ওপেনার ফারজানা হককেও একাদশে ফিরিয়েছে। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন ব্যাটার সুমাইয়া আক্তার ও স্পিনার নিশিতা আক্তার নিশি।...