কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হতো মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। রোববার (১২ অক্টোবর) ভ্যাঙ্কুবারে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রানের সংগ্রহ গড়ে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৮৭ রানে থেমে যায় ব্র্যাম্পটন ব্লিটজের ইনিংস। ব্যাট হাতে ইনিংসের শুরুটা ছিল ঝোড়ো। ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া মাত্র ২২ বলেই দলকে এনে দেন ৬১ রানের শক্ত জুটি। ব্রাউন করেন ১৯ রান, বাজওয়া আউট হওয়ার আগে খেলেন ১৮ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস। তিনে নেমে দ্রুত রান তোলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান—গ্রিভসকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান তিনি।আরও পড়ুনআরও পড়ুনসরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ফিকে হয়ে আসছে...