বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে। শুক্রবার ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এর আগে নির্ধারিত সময় ছিল ১৫ অক্টোবর। দুই কারণে এ সময়সীমা পেছানো হয়েছে। প্রথমত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার মাধ্যমে চূড়ান্ত সুপারিশের জন্য একটি সমঝোতার চেষ্টা এবং দ্বিতীয়ত, লোকজনের সমাগম ও যানজট এড়াতে শুক্রবার সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আরও আলোচনা করে একটি সমঝোতার চেষ্টা করবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু চিন্তা করেছে। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্মত হলেই তা চূড়ান্ত করা হবে। জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সনদে স্বাক্ষরের জন্য বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ...