ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪’-এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস’ ভবন নম্বর ৫৪ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। গত ৮...