১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম মানিকগঞ্জের ঘিওরে ফাঁসিতে ঝুলে সোনা মিয়া ( ৪০) নামে ২ সন্তানের বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া একই ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সোনা মিয়া সম্প্রতি বিভিন্ন ভাবে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার পরিবার। মৃত সোনা মিয়ার মা সন্ধি বেগম বলেন, আমার ছেলে বিদেশে চাকরি করতো। গত বছর ৫ই আগষ্ট তার স্ত্রী ঢাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হন। তারপর থেকেই আমার ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মৃত সোনা মিয়ার বোন জামাই মানিক বলেন, গতকাল রবিবার (১৩ অক্টোবর ) আমার সমন্ধি আমাদের বাড়িতে বেরাতে আসে। রাতে খাবার খেয়ে আমার নিজ ঘরে ঘুমায়...