সাভারে কান্না থামছে না নিঃসন্তান শামীমা আলমের। শখের ছাদবাগান ভেঙে তছনছ হয়ে গেছে প্রতিবেশি সাবেক এক শিক্ষকের তাণ্ডবে। সেই থেকে গাছের জন্যে আহাজারি করছেন তিনি। সন্তান হারানো শোকের মতই যেন শোকে বিহ্বল প্রকৃতিপ্রেমী ওই গৃহিণী। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় ঘটে এ ঘটনা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মানুষের প্রতিবাদী স্ট্যাটাসে বিষয়টি হয়ে দাঁড়ায় টক অফ দ্য সাভার। ছাদবাগানের মালিকের অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে। শামীমা বলেন, ওই শিক্ষক আক্রোশে সন্ধ্যায় ছাদবাগানে গিয়ে ভেঙে তছনছ করেছেন গাছের টব। লণ্ডভণ্ড করেছেন আমার সাজানো বাগান। শামীমা আলম আরও বলেন, আমি ও আমার স্বামী সাবেক ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম তুহিন জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় নিজের এভিনিউ গার্ডেনের আটতলা ভবনের সাত তলায় বসবাস করি।...