সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রিপন মিয়ার মন খারাপ। তিনি তথাকথিত সাংবাদিকদের কাণ্ডজ্ঞানহীন আচরণে মহাবিরক্ত। মনোকষ্টের কথা নিজের রিপন ভিডিও নামের ফেসবুক পেজে লিখেছেন তিনি। সোমবার ফেসবুক পোস্টে রিপন মিয়া জানিয়েছেন, সম্প্রতি কয়েকজন গণমাধ্যমকর্মী অনুমতি ছাড়া তার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন। নিজে কখনো পরিবারের সদস্যদের দেখিয়ে আয় করার চেষ্টা করেননি বলে উল্লেখ করেছেন তিনি। পোস্টে রিপন মিয়া বলেন, ‘আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি।’ রিপন উল্লেখ করেন, ‘আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু...