ঢাকা: কিংবদন্তি গায়ক কিশোর কুমার। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক হিসেবেও তিনি সমধিক পরিচিত। কিশোর কুমার ৪ আগস্ট ১৯২৯ সালে মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।জন্মগত নাম আভাষ কুমার গঙ্গোপাধ্যায় হলেও বম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে প্রথম কোরাস গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন তিনি।তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন উকিল। তার মার নাম ছিল গৌরী দেবী। কিশোরের শৈশবকালীন সময়েই তার বড়দা অশোক কুমার ছিলেন হিন্দি চলচ্চিত্রে একজন জনপ্রিয় অভিনেতা, মেজদা অনুপ কুমারও অভিনয়ের সাথে জড়িত ছিলেন। ফলে কিশোর বয়সেই তার ফিল্ম জগৎতের উপর আগ্রহ জন্মে।সঙ্গীত বিষেয়ে তার কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তার অসাধারণ কণ্ঠ মাধুর্য গায়কী ঢঙের কারণে তিনি হয়ে ওঠেন বরেণ্য। তার ভাইদ্বয়ের সফলতা ছোট্ট কিশোরের...