বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘ছাত্র রাজনীতি’ একসময় ছিল আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের প্রতীক। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম— প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে ছাত্রসমাজ ছিল অগ্রভাগে। তারা ছিল পরিবর্তনের প্রেরণা, জাতির বিবেক। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গর্বিত ইতিহাস যেন ধীরে ধীরে কলুষিত হয়েছে। আজকের বাস্তবতায় ছাত্র রাজনীতি অনেকাংশে রূপ নিয়েছে দলীয় আনুগত্য ও সহিংসতার রাজনীতিতে— যেখানে শিক্ষা, মনন ও নৈতিকতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। স্বাধীনতার আগে ছাত্র রাজনীতি মানে ছিল জাতীয় স্বপ্ন ও অধিকার রক্ষার আন্দোলন। সে রাজনীতি ছিল আদর্শ ও জনগণের স্বার্থনির্ভর। কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতার রাজনীতির সঙ্গে দলীয় স্বার্থ জড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনেও। ছাত্র সংগঠনগুলো তখন ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠনে। যেখানে একসময় ছাত্ররা দেশের জন্য লড়ত, সেখানে এখন তাদের ব্যবহার করা হয়...