পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও নারী ওয়ানডে বিশ্বকাপে পরের দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। নিগার-নাহিদাদের সামনে আজ সোমবার (১৩ অক্টোবর) ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বাঘিনীদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারতের বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে নিগার সুলতানা বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে, ব্যাটারদের জন্য ভালো। এখানে তারা কিছু রান পাবেন। আমরা যদি ভালো সংগ্রহ গড়তে পারি, সেটি আমাদের বোলারদের সাহায্য করবে।’ বিশ্বকাপে এখন পর্যন্ত...