বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে অভিনেত্রী মালাইকা অরোরার সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই এখন অতীত। একের পর এক আলোচনায় সিনেমার পর্দা গরম করতে না পারলেও বলিপাড়া সব সময় টক অব দ্য টাউনে থাকেন। আবারও নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী। সাবেক স্বামীর আরবাজ খানের সংসারে নতুন অতিথি আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় ওঠে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন আলোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়। একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, বিচ্ছেদের পর আরবাজ খান বিয়ে করেন তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে । চলতি মাসের ৫ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার সাবেক স্ত্রী মালাইকা অরোরাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন? আরও পড়ুনআরও পড়ুনঅক্ষয় ৮ ঘণ্টার বেশি...