ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাস আজ সোমবার দুপুরে দ্বিতীয় দফায় গাজা থেকে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার সকালে প্রথমে সাতজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। সর্বশেষ ১৩ জনকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় জীবিত থাকা সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস। খবর আল জাজিরার।আরো পড়ুন:ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ফিলিস্তিনি বন্দিদের মুক্তির অপেক্ষায় স্বজনরা ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ তবে এখনও পর্যন্ত মৃত ২৮ জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেনি হামাস। মৃত জিম্মিদের মধ্যে কতজনের মরদেহ আজ হস্তান্তর করা হবে তা স্পষ্ট নয়। আলজাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ, মার্কিন পক্ষ এবং মধ্যস্থতাকারীরা আগে থেকেই জানত যে, সবার মরদেহ ফিরে আজ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই...