যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা ফের শুরু এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার মধ্যেই স্বর্ণের দাম সোমবার (১৩ অক্টোবর) নতুন করে সর্বকালের উচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ স্তরে ওঠেছে। অন্যদিকে স্পট গোল্ড ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৮ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির জন্য গোল্ড ফিউচারস ২.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৩ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনা পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন এবং নভেম্বরের ১ তারিখ থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের নতুন রফতানি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। এটি চীনের বিরোধী পদক্ষেপের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। চীনা কর্তৃপক্ষ রোববার (১২ অক্টোবর) বিষয়টি যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেনি।আরও পড়ুনআরও পড়ুনট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল:...