দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা এবার একদিনেই অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় একক প্রশ্নপত্র ব্যবহার করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববারের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি— এক দিনে, এক প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল দিক নিয়ে কাজ চলছে।” এর আগে আলাদাভাবে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম একক প্রশ্নপত্রে উভয় পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিন ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। দেশে বর্তমানে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। এছাড়া ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি। সম্পাদক...