গাজায় দীর্ঘদিন চলমান যুদ্ধ শেষের পথে—এমন ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বন্দিবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যুদ্ধের অবসান এখন খুব কাছাকাছি। সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে পৌঁছেছেন এবং অচিরেই ইসরাইলের সংসদ ‘নেসেট’-এ ভাষণ দেবেন। ভাষণ শেষে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন এবং পরে ইসরাইলি বন্দীদের পরিবারের সাথেও সাক্ষাৎ করবেন। এরপর তিনি মিসরের শর্ম আশ-শায়েখে অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মিসর রওনা হবেন, যেখানে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। চ্যানেল-১২’র প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে,...