আগামী বৃহস্পতিবার ১৬ অক্টোবর প্রকাশ করা হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সেদিন সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ (১৩ অক্টোবর) সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। কমিটি জানায়, বৃহস্পতিবার সকাল দশটায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই বোর্ডগুলো ফল প্রকাশ করবে, যেমনটা এসএসসি ফলের সময় করা হয়েছিল। ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে। শিক্ষার্থীরাwww.educationboardresults.gov.bdএবংhttp://www.educationboardresults.gov.bdওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর...