মানিকগঞ্জের পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দিনের বিভিন্ন সময় মরদেহগুলো উদ্ধার করা হয়। মানিকগঞ্জের সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আজ দুপরে সরকারি সেবা ৯৯৯ লাইনে ফোন পেয়ে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় পৌর ভূমি অফিসের পিছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দ গ্রামের আবুল বসরের ছেলে। নিহতের পরিবার জানায়, বিদেশে পাঠানোর কথা বলে আবু হানিফ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মানসিক চাপে গলায় ফাঁস নিয়ে নিজেই আত্মহত্যা করেছে। এদিকে, সদর উপজেলার দিঘি ইউনিয়নের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক...