জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রথম বড় সংকটসীমায় পৌঁছেছে বিশ্ব। এর ফলে মানবজাতি এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, দ্রুত জলবায়ু পরিবর্তন ঠেকানোর কার্যকর পদক্ষেপ না নিলে মানবজাতিকে আরও বড় বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হবে। সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে দ্বিতীয় ‘গ্লোবাল টিপিং পয়েন্টস রিপোর্ট’ প্রকাশিত প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উষ্ণ পানির কারণে প্রবালপ্রাচীর দ্রুত ধ্বংস হচ্ছে। যার ওপর বিশ্বের প্রায় একশ কোটি মানুষের জীবিকা ও সামুদ্রিক জীববৈচিত্র্যের এক-চতুর্থাংশ নির্ভরশীল। বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণায়ন কমানো না গেলে এসব প্রবাল টিকে থাকবে না। অল্প কিছু দিনের মধ্যে প্রবালভূমি বিলুপ্তি হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। বিশ্ব তাপমাত্রা যখন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছোঁয়ার পথে, তখনই এ সতর্কতা এসেছে। গবেষকদের মতে,...