কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট তৈরির উন্মাদনা চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রথমবারের মতো নির্মিত হয়েছে সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেমাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারা অর্জিনালিটি রেখে করা হয়েছে। ‘নিঝুম রাত’ শিরোনামের গানটি গেয়েছেন সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। ভিডিও নির্মাণ করেছেন সুজান আফজাল। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাবে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই গান-ভিডিও প্রকাশ্যে আসতেই ভিন্ন মাত্রার এই মিউজিক ভিডিও শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজ ভিক্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিক্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও...