এশিয়া কাপ শেষ করেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বে এশিয়া কাপে বলার মত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল প্রশ্নবিদ্ধ। এতে অনেক বিতর্কের মুখে পড়তে হয় এই ব্যাটারকে। কিন্তু সংস্করণ বদলে যেতেই যেন ব্যাট হাতে চেনা রূপ ফিরে গেলেন সালমান। আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হলেন এই ব্যাটার। সর্বশেষ ব্যাটার হিসেবে ৯৩ রানে আউট হন তিনি। ৩১৩ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। দ্বিতীয় দিনেও স্কোরবোর্ডে বড় রানের সম্ভাবনা দেখছিল। কিন্তু মাত্র ৬৫ রান যোগ হতেই শেষ ৫ ব্যাটারকে হারিয়েছে পাকিস্তান। সর্বশেষ ব্যাটার হিসেবে ৯৩ রানে আউট হয়ে যান টি-টোয়েন্টির এই অধিনায়ক। এতে করে তাদের প্রথম ইনিংস থেমে যায় ৩৭৮ রানে। যার ফলে...