চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতির চিরাচরিত উদাহরণ’ বলে মন্তব্য করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “চীন সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে ভয় পায় না। প্রেসিডেন্ট ট্রাম্প যদি হুমকি বাস্তবায়ন করেন, আমরাও নিজেদের মতো করে পাল্টা ব্যবস্থা নেব।” চীন সম্প্রতি বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা উচ্চপ্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহকে সীমিত করতে পারে। এতে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, চীন “অত্যন্ত শত্রুভাবাপন্ন হয়ে উঠছে” এবং “বিশ্বকে বন্দি করে রাখার চেষ্টা করছে।” তিনি আরও হুমকি দেন, এই মাসের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও তিনি সরে আসতে পারেন। ট্রাম্পের মন্তব্যের পর বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেয়। এস অ্যান্ড পি ৫০০ সূচকের...